গেল মার্চেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার তিনি অপেক্ষায় আছেন ঘরের মাঠে প্রথমবার মাঠে নামার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই হতে যাচ্ছে তার দেশের মাটিতে অভিষেক।
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ খেলতে ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী।
সোমবার (২ জুন) বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।
হামজাকে বহন করা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ১০টায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। হামজার সঙ্গে বাবা-মাও এসেছেন।
বিমানবন্দরে নেমে তিনি সরাসরি গিয়েছেন টিম হোটেলে। আপাতত সেখানেই অবস্থান করবেন তিনি।
৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি মাচ রয়েছে। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ১০ জুন। কোন ম্যাচ দিয়ে তার অভিষেক হতে যাচ্ছে সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়।
দুদিন আগে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। সেসময় কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কানাডাপ্রবাসী শামিত সোম প্রথমবারের মতো বাংলাদেশ দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। ভুটানের দিন ম্যাচের সকালে ঢাকায় আসবেন তিনি।
বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। তিনি দলের সঙ্গে দুদিন অনুশীলন করছেন।