শফিউল আলম, রাউজান ঃ রাউজানের নোয়াজিষপুরে অদুদিয়া সড়কের পাশে মাটি দিয়ে একটি কালভার্টের মুখ বন্ধ করে বিশাল কৃষি জমি ভরাট করায় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কৃষকের ফসলী জমি- বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে গেছে।
রবিবার সরেজমিনে দেখা গেছে, নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর ৫ নম্বর ওয়ার্ডে অদুদিয়া গহিরা-হেঁয়াকো সড়কের পাশে অবস্থিত পল্লী কানন ও পল্লী শোভা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় পানি চলাচলের পথ কালভার্টের মুখ ভরাট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই কমিউনিটি সেন্টারের মালিক ফটিকছড়ির জাহানপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী আবু আহম্মদ বিশাল জমি ভরাটের পাশাপাশি ব্রিজ সংলগ্ন সরকারি জলাশয় (পানি চলাচলের পথ) অবৈধভাবে ভরাট করে ফেলেছেন। এতে জলবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সরকারি খাস জলাশয় ভরাটের বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো সুফল পাইনি স্থানীয়রা। নোয়াজিষপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, সড়কের কালভার্টের মুখ বন্ধ করে বিশাল কৃষি জমি ভরাট কাজে একাধিক বার বাধা দেয়া হলেও তারা ভরাট বন্ধ করেনি। অভিযোগের বিষয়ে জানতে স্বর্ণ ব্যবসায়ী আবু আহম্মদকে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একটি সূত্র জানায়, তিনি বিদেশে অবস্থান করছেন। রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা বলেন, সড়কের পাশে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের গতিপথ রোধ কিংবা বন্ধ করার এ বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।