মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে ২০ পরিবার এক সাপ্তাহ ধরে পানিবন্দী

শফিউল আলম, রাউজানঃ পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকা ডেপুটি বাড়ির ১৫-২০টি পরিবার। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কৃষি জমি ভরাট ও স্থাপনে নির্মাণের ফলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন ওই পরিবারগুলো। স্থানীয়দের ভাষ্য, যত্রতত্র মাটি ভরাট, অপরিকল্পিত স্থাপনা এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে মুষলধারে বৃষ্টিতে হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শিশুদের নিয়ে আতঙ্কিত ওই এলাকায় বসবাসকারীরা। একদিকে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন তারা। আরমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা পানিবন্দী। পানির নিচে তলি আছে রাস্তাঘাট, টয়লেট। ভেসে গেছে পুকুরের মাছ। ইতোমধ্যে জমে থাকা পানি কালো রঙে রূপান্তর হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। মো. ইউসূফ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আমাদের এলাকাটি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। চুলায় পানি ঢুকে পড়ায় রান্না করাও অসম্ভব হয়ে পড়েছে। আমরা সবচেয়ে আতঙ্কিত ছোট্ট শিশুদের নিয়ে। শিশুরা খেলার ছলে বের হয়ে কখন না কোনো দুর্ঘটনা ঘটে। বিষয়টি রাউজান পৌর কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা কি এদেশের নাগরিক নয়, আমাদের দেখার কী কেউ নেই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। আমরা বাঁচতে চাই। পানি দূষিত হওয়ায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। রোগ জীবানু ছড়ানোর আশঙ্কার কথা কথা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে বক্তব্য নেওয়ার জন্য রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।