মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুতুব‌দিয়ায় পা‌নি‌তে ডু‌বে শিশুসহ মৃত্যু ২

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় আধা ঘণ্টার ব্যবধা‌নে পা‌নিতে ডু‌বে এক কি‌শোরী ও এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (২ জুন) লেমশীখালী ও বড়‌ঘোপে পৃথক পা‌নি ডু‌বির ঘটনা দু‌টি ঘ‌টে‌ছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার‌ দি‌কে লেমশীখালী আকবর বলীর‌ সিকদারপাড়ার ব‌শির উ‌দ্দি‌নের ছে‌লে ওয়াচকরুনী (৭) সবার অ‌গোচ‌রে পা‌শের পুকু‌রে তলিয়ে যায়। প‌রে তা‌কে পুকুর থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসক শিশু‌টি মৃত ব‌লে জানান।

অপর দি‌কে একই দিন দুপুর ২টার দি‌কে বড়‌ঘোপ ম‌নোহর খালী গ্রা‌মের আবু ছি‌দ্দি‌কের কি‌শোরী মে‌য়ে মৃগী রোগী ঝুমু (১৭) পা‌শের পুকু‌রের পা‌শে দাঁড়ি‌য়ে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘু‌রে পা‌নি‌তে ডু‌বে যায়।

এ সময় প্রতি‌বে‌শীরা দে‌খে দ্রুত উদ্ধার ক‌রে হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। জরুরি বিভা‌গে দা‌য়িত্বরত ডা. হোছাইন মুহাম্মদ জুনাইদ আনছারী কি‌শোরী‌টি মৃত ব‌লে জানান।