শফিউল আলম,রাউজান ঃরাউজানে একটি রাধা গোবিন্দ মন্দির চুরির ঘটনা ঘটেছে। গত ১২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাউজান পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের নতুন রাস্তার মাথা, রাঙ্গামাটি সড়কের দক্ষিণ পাশে বাদল সরকার বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিবাদী করে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শ্যামল কান্তি দে। অভিযোগপত্রে উল্লেখ করা হয় শ্যামল কান্তি দে এর নিজস্ব রাধা গোবিন্দ মন্দিরের গ্রীলের আংটা কাটিয়া মন্দিরের ভিতর অনধিকার প্রবেশ করে মন্দিরে থাকা ০৫ ভরি ওজনের আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের ০২ টি স্বর্ণের সিতাহার, ১ ভরি ওজনের ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ০২ জোড়া ২২ ক্যারেটের স্বর্ণের কানের ঝুমকা, ০১ ভরি ওজনের ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ০২ টি স্বর্ণের চেইন ও ০১ টি স্বর্ণের লকেট, কষ্টি পাথরের ০১ টি শিবলিঙ্গ, ০১ টি ত্রিগুল, ০৪ টি পিতলের সড়ই, ০৪ টি পিতলের ঘট, ০১ টি পিতলের কাসা, ০১ জোড়া পিতলের ঝুড়ি, ০১ টি স্পিড ফ্যান, পাথরের লোকনাথের মুর্তি, বের, ০১ টি বড় পিতলের গামলা চুরি হয়। তাছাড়া মন্দিরের ভিতরে থাকা অন্যান্য পূজার সামগ্রী তছনছ করে ফেলে যায়। এ বিষয়ে সুচিত্রা দে বলেন, ‘আমাদের মন্দিরে পূজা করার মতো কোনো সামগ্রী রাখেনি। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
