মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পটিয়ায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পর রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে- নিহত ছেলের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে পটিয়ায় থাকতো।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই বিকাশ বড়ুয়া বলেন, নিহত তরুণের অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তার মরদেহ চমেক মর্গে রাখা হয়েছে।