মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

‘সুষ্ঠু ভোট হলে আগামী নির্বাচনে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করবে বিএনপি’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, আগামীর নির্বাচন গণতান্ত্রিক, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সর্বোচ্চ আসনে বিজয় নিয়ে সরকার গঠন করবে বিএনপি। নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। এ সময় তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান ও অন্তবর্তী সরকার প্রধানের দ্বি-পাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটিয়ে আশার আলো সঞ্চার হয়েছে। দেশের স্বার্থে ডিসেম্বরে নির্বাচনের দাবী থেকে সরে এসে অন্তবর্তী সরকারের প্রতি দায়িত্বশীল সৌহার্দ্যপূর্ণ ও ঐক্যমূলক অবস্থান দেখিয়েছে দেশনায়েক তারেক রহমান। এখন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী রমজানের আগেই একটি সঠিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন হবে প্রত্যাশা করেন তিনি। এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবার আগে বাংলাদেশ’ এই নীতিকে হৃদয়ে ধারণ করে দেশের স্বাধীনতা, স্বার্থ, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আগামীর নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে মন্তব্য করে লায়ন হেলাল বলেন, নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশনায়েক তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নে গণমানুষের দুয়ারে দুয়ারে যেতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।

তিনি ১৩ জুন (শুক্রবার) সন্ধায় আনোয়ারা উপজেলার আওতাধীন ৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। পরৈকোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাষ্টার রফিক আহমদ, সরোয়ার হোসেন মাসুদ, ফৌজুল কবির ফজলু, এম মনছুর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রফিক ডিলার, জামাল উদ্দিন আনচারী, এস এম মোহাম্মেল হক, মোস্তক আহমদ, ফরিদুল আলম মিল্টন, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, আখতারুজ্জামান মামুন খান, আবদুল আজিজ, রেজাউল করিম, কাসেম, আলমগীর, আনোয়ার, যুবদল নেতা নুরুল কবির রানা, আরিফ, এরফানুর রশিদ, তানভীর, লিটন, জসিস, মিঠু, স্বেচ্ছাসেবক দলনেতা আবু তৈয়ব মাহির, মো: হাসান, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল প্রমুখ।