মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার(১৪ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঈদগাঁও বাস স্টেশনের অদূরে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আজ বিকেল ৩টার দিকে বাসটি উপজেলার ঈদগাঁহ কলেজ গেইট এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়েমুচড়ে যায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।