কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড চলছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, “আমরা বহুবার এসব অপকর্মের বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলাম। এখন অভিযান চালিয়ে পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছে, তাতে এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে।”