আজ বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনটিতে মেগাস্টার শাকিব খানকে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে। বাবা দিবসে ছেলে আব্রাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছেন। মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন শাকিব। সেই ভিডিও শেয়ার করার ২১ মিনিট পরেই বুবলীও একটি ভিডিও প্রকাশ্যে আনেন।
অপুর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ছেলের গান শুনছেন শাকিব। ক্যামেরার পেছন থেকে প্রশংসা করেন অপু বিশ্বাস। ছেলের গান গাওয়ার প্রতিভা দেখে খুশিতে হাসতে থাকেন শাকিব। করতালি দিয়ে শাকিব বলেন, ‘ভেরি গুড।’
সেই ভিডিওটি পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা–ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।’
অপু বিশ্বাসের এমন পোস্টের নিচে ভক্তদের মন্তব্য, ‘এবার অপেক্ষা বুবলীর ফেসবুক স্ট্যাটাসের।’ কারণ, বেশির ভাগ সময়ই বুবলী বা অপু শাকিবকে নিয়ে কোনো পোস্ট করার পরপরই আরেকজন পোস্ট করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিট পরেই সন্তান ও শাকিব খানসহ ছবি পোস্ট দিলেন বুবলী।
চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্টে দেখা যায়, শাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে ছেলে শেহজাদ খান বীর। শাকিবের চোখে ঘুম থাকলেও বাপ-ছেলে খুনসুটিতে মেতে ওঠেন।
‘তোমার বাবা কে’, ‘আমরা কোনো গ্রুপের মালিক’ এগুলো বলে ছেলের সঙ্গে মজা করতে থাকেন এই ঢালিউড চিত্রনায়ক। ভিডিওতে একসময় বুবলীকে বলতে শোনা যায়, ‘বাবাকে পাপ্পা দাও তো।’
ছেলে বাবাকে পাপ্পা দেয়ার পরে শাকিব খানও অনেকগুলো পাপ্পা দেন বীরকে। সেগুলো ভিডিও করেন বুবলী। বাবা–ছেলের এই ভিডিওটি পোস্ট করে এই নায়িকা স্ট্যাটাসে লিখেছেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’