মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে বরে জানা গেছে। বিষয়টি নিশ্চত করেছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। তবে ঘটনার বিস্তারিত কিছু এখন পর্যন্ত জানতে পারেনি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, রোববার (১৫ জুন) দুপুরে ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্য একটি সূত্র থেকে জানা যায়, ফুলতলী মুতিপাড়ায় এমএনপি (মগ ন্যাশনার পার্টি) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে ৪/৫ রাউন্ড গুলিতে এমএনপি গ্রুপের মো. আব্দুল হাকিমের মৃত্যু হয়। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায় নি।

রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা কেন এ ঘটনা ঘটালো তারা জানা সম্ভব হয় নি।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, ‘আমরা ঘটনার সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এ ঘটনা ঘটালো তা জানতে পারছি না। জানার পর বিস্তারিত জানানো যাবে।’