সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে খাল থেকে মাদ্রাসায় পড়ুয়া ছোট্ট একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী বাংলাবাজার সংলগ্ন ঈদগাঁও খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই শিশুটির নাম ইব্রাহিম (৭)। সে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পাড়ার আলী হোসাইনের ছেলে এবং স্থানীয় হোসাইনিয়া ইসলামিয়া নূরানী মাদরাসার ছাত্র।
পোকখালী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দীন বলেন, গতকাল শনিবার বিকেলে খেলতে গিয়ে ঈদগাঁও খালে পড়ে যায় ইব্রাহিম। খোঁজাখুঁজির পর রোববার সকালে প্রায় ৪ কিলোমিটার ভাঁটিতে গোমাতলী বাংলাবাজার সংলগ্ন খালে তার লাশ পাওয়া যায়।