মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রামুতে পলাতক আসামী কুখ্যাত কইল্লা ডাকাত অস্ত্রসহ আটক

কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক ও কুখ্যাত ডাকাত কলিম উল্লাহ ওরফে কইল্লা ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটে ঈদগড় ইউনিয়নের পানিস্যা ঘোনা এলাকায় তার মাটির ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত কলিম উল্লাহ ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মোঃ তৈয়বুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঈদগড় পুলিশ ক্যাম্পের এসআই মনির উদ্দিন ও এএসআই শামসুদ্দিন অংশ নেন। কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঘটনার পর রামু থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কলিম উল্লাহর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ, নারী নির্যাতন, মাদক ও মারামারিসহ অন্তত ১০টির বেশি মামলা রয়েছে। অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।