মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়া রেজুখালের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর আবেদন

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুখালের ভাঙন থেকে খালপাড়ের ঘরবাড়ি ও কোর্টবাজার-সোনারপাড়া সড়ককে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৫ জুন) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড বরাবর একটি লিখিত আবেদন জমা দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রেজুখালের ভাঙনে জালিয়াপালংয়ের চরপাড়া, হলদিয়াপালংয়ের রুমখাঁ মনির মার্কেট, বাজারপাড়া ও রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না এলাকায় বর্ষাকালে পানির স্রোতের তীব্রতায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বহু বসতভিটা খালগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে শতাধিক বাড়ি ঝুঁকির মুখে রয়েছে।

এছাড়া কোর্টবাজার-সোনারপাড়া সৈকত সড়কের মনির মার্কেট অংশেও ভাঙন শুরু হয়েছে। আগত বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে পানির প্রবল স্রোতে সড়কটি খালে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে।

মনির মার্কেট এলাকার বাসিন্দা হোছেন আহমদ বলেন, “খালপাড়ে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, না হলে আমাদের বসতভিটা খালের স্রোতে বিলীন হয়ে যাবে।”

স্থানীয় গণমাধ্যমকর্মী ইমরান আল মাহমুদ বলেন, “বহু বছর ধরে রেজুখালের ভাঙন অব্যাহত রয়েছে। ফলে জনসাধারণ ও গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তাই স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।”