মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনীর উদ্যোগে বয়কট প্রত্যাহার করল সাজেকবাসী

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করল স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী। বাঘাইহাট সেনা জোনের মধ্যস্থতায়, জোন কমান্ডার লে, কর্নেল মো, মাসুদ রানা পিএসসি’র উদ্দ্যোগে, চলমান বাঘাইহাট বাজার বর্জন প্রত্যাহার করেছে গঙ্গারাম ও মাচালং বাজার এর ব্যবসায়ী ও স্থানীয় পাহাড়িরা।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞ্যানোজ্বতি চাকমা, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ও অন্যান্য মেম্বার, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো, নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, কাঠ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আগামী ২২ জুন রবিবার থেকে বাঘাইহাট বাজার সাপ্তাহিক হাটে স্থানীয় পাহাড়িরা আসবে ও বাজারের বেচাকেনা স্বাভাবিক থাকবে।

সোমবার (১৬ জুন) সকালে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

বাঘাইহাট জোন কমান্ডার বলেন, বাঘাইহাট জীপ মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জেরে বিগত প্রায় একমাস যাবত বাঘাইহাট বাজার বর্জন করেছিলেন স্থানীয় পাহাড়ি এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা বসেও সমস্যার সমাধান করতে ব্যার্থ হয়েছে। এতে ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে, তারই ধারাবাহিকতায় সাধারণ পাহাড়ি-বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে, স্থানীয় প্রশাসন ও এলাকার পাহাড়ি বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। সারা বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, পাহাড়ে ও তার ব্যতিক্রম নয়।

সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ জুন রবিবার হতে বাঘাইঘাট বাজারের সাপ্তাহিক হাটবার স্থানীয় পাহাড়ি বাঙালি সকলের উপস্থিতিতে পূর্বের ন্যায় জমজমাট থাকবে এবং সপ্তাহের অন্যান্য দিন বাজারের কার্যক্রম স্বাভাবিক থাকবে।