মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

৩১ দফা বিএনপি ও জনগণের চিন্তাধারার যৌথ সংমিশ্রণ- আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে ৩১ দফা কর্মসূচি পেশ করেছেন। দেশের জনগণ আগামীতে “কেমন বাংলাদেশ দেখতে চাই”- ৩১ দফা প্রস্তাব তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। যা বিএনপি ও জনগণের চিন্তাধারার যৌথ সংমিশ্রণে তৈরি। বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জনগণ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশের মালিকানা হবে দেশের জনগণের। সকল মানুষের অংশগ্রহণে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হবে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে সকল শ্রেণীর মানুষ এর সুফল ভোগ করবে। তাই ৩১দফার বার্তা নিয়ে আমরা জনগণের দুয়ারে যাচ্ছি। ৩১দফা সম্পর্কে তাদের অবহিত করছি। বিএনপির এই প্রস্তাবনা জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৭ বছরে রাষ্ট্রের সকল খাতকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা করেছেন। ৩১দফা বাস্তবায়িত হলে আমরা দেশকে দ্রুত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে পারবো। আগামীতে জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমে ভোটের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করে বাংলাদেশকে সবার জন্য নিরাপদ, বৈষম্যহীন, মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

সোমবার (১৬ জুন) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর আলম সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, মহানগর বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, হাজী আইয়ুব।

মহানগর যুবদলের সাবেক সহ-সভাপাতি ম. হামিদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আকতার হোসেন, গোলজার হোসেন, ফজল আজিম মাসুম, নুরনবী, সাইদুল ইসলাম, মোরশেদ কামাল, ইসকান্দর হোসেন, মাহবুব আলম, ফরিদুল আলম, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন কোং, মো. সেলিম, মো. আলম, আব্দুর রহমান, মো. শাহাজাহান, আলমগীর টিটু, আব্দুল মান্নান, ইকবাল হোসেন, শিরিন জাহান, জালাল উদ্দিন, জসিম উদ্দিন, মো. সরওয়ার, মিজানুর রহমান সুমন, মো. আজমল, কাউসার হোসেন কায়ছার, আব্দুল আজিজ, মো. বাহাদুর, ফারুক, খোরশেদ আলম, মো. মুরাদ, আরিফ খান, রাজু মিয়া, সাফায়াত হোসেন সোহান প্রমুখ।