মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ফটিকছড়িতে ধুরুং খালে গোসলে নেমে নানি-নাতনির মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসলে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) দুপুরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহানু বেগম (৪৫) ও তার নাতনি মুনতাহা (৮)। শাহানু বেগম ওই গ্রামের মৃত বদিউল আলমের স্ত্রী এবং শিশু মুনতাহা একই এলাকার মোহরম আলীর কন্যা।

স্থানীয়রা জানান, দুপুরে দুই নাতনি- সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় খালে গোসল করতে নামেন শাহানু বেগম। এক পর্যায়ে ছোট নাতনি মুনতাহা ভেলা থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে নানি নিজেও পানিতে পড়ে যান। তখন অপর নাতনি সুমাইয়া সাঁতরে তীরে উঠতে পারলেও শাহানু ও মুনতাহা নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর শাহানুর এবং চার ঘণ্টা পর মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রমজান আলী বলেন, খবর পেয়ে স্থানীয়রা খালে তল্লাশি চালায়। টানা চার ঘণ্টা পর নানি-নাতনির মরদেহ উদ্ধার করা হয়।