মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুতুব‌দিয়ায় বাজার সে‌ক্রেটারির ওপর হামলার ঘটনায় আটক ১

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া ধুরুং বাজার ব্যবস্থাপনা ক‌মি‌টির‌ সে‌ক্রেটারি মিজবাহুল আল‌মের ওপর মাদক‌সে‌বি‌দের হামলার ঘটনায় ৮‌দিন পর এক আসামী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (১৬ জুন) কৈয়ার‌বিল বিন্দাপাড়া থে‌কে শাহাজাহানকে আটক করে।

থানার ও‌সি মো. আরমান হো‌সেন জানান, গত ৯ জুন ধুরুং বাজার ব্যবস্থাপনা ক‌মি‌টির সে‌ক্রেটারি মিজবাহুল আলম‌ সিকদা‌রের ওপর হামলার ঘটনায় মামলায় এজাহারভুক্ত আসামী ধুরুং কাচা গ্রা‌মের বদরু‌দ্দোজার পুত্র শাহজাজান(৩০) কে আটক করা হ‌য়ে‌ছে সোমবার। মামলার অন্য আসামী‌দের আট‌কে তৎপর র‌য়ে‌ছে পু‌লিশ।