সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি বাসের ধাক্কায় জুলকার নয়ন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উত্তর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত জুলকার নয়ন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার বিকালে বাঁশখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে কক্সবাজার যাচ্ছিলেন যুবক জুলকার নয়ন। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তিনি চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের উত্তর গেইটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির যাত্রীবাহি বাস মোটরসাইকেল আরোহী জুলকার নয়নকে মুখোমুখি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
মহসড়কে দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহী জুলকার নয়নকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে যুবক জুলকার নয়নকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত জুলকার নয়নের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। পরিবার সদস্যরা বাঁশখালী থেকে আসলে আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও বলেন, জুলকার নয়নের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া দূর্ঘটনা কবলিত বাসটি চিহ্নিত করে সেটিকে আটকের চেষ্টা চলছে।