নাঈমুল মাসুম
গোধূলী আজ রং হারা,
ভালোবাসার বিবর্ণ জালে।
পাতায় পাতায় বিষণ্নতা ছেয়ে আছে,
হৃদয়ের অলিতে গলিতে!
মানুষের কি আছে, কি নাই
মানুষ কি তা জানে!
স্বপ্নহীন শহরে ইট পাথরের খেলা,
মায়াজালে আটকা মৃত জোনাকির কান্না!
অস্পষ্ট আলোয় হাঁটে নি:সঙ্গ ছায়া,
বেদনার বিহ্বলে কুহেলিকা হাওয়া।
রাত্রির কালো মেঘে শব্দহীন সংলাপ,
নিস্তরঙ্গ নিশ্চুপ নিরন্ন নিষাদ।