মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বান্দরবানে দেবতাখুমে পর্যটক ভ্রমণে ৮ দিনের নিষেধাজ্ঞা

বান্দরবানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের ঝুঁকির কারণে রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুম আগামী ২৫ জুন পর্যন্ত আট দিন ভ্রমণে নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, টানা বর্ষণে নদী, ছড়া, ঝিরির পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় এবং পাহাড়ধসের সম্ভাবনায় দেবতাখুমে যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সকল ভ্রমণকারীদের দেবতাখুমে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ইউএনও সাইফুল ইসলাম জানান, “পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। আবহাওয়া স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হবে।”

উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ ফেব্রুয়ারি পুনরায় দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।