শফিউল আলম, রাউজানঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সুলতানপুর শাখার উদ্যোগে শাখার ফকিরহাটস্থ কার্যালয়ে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)’র মাসিক ফাতেহা শরীফ, হযরত মোহছেন আউলিয়া (র:)’র বার্ষিক ওরশ শরীফ উদযাপন ও শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। গত ২০ শুক্রবার বাদে এশা অনুষ্ঠিত ১ম অধিবেশনে শাখার সহ-সভাপতি জনাব মো: ইউসুফ সিকদার এর সভাপতিত্বে ও শাখার সাধারন সম্পাদক মো: নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা খ জোনের সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, খ জোনের সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ আলী, ক জোনের সমন্বয়কারী মাষ্টার আনিস উল খান বাবর, গ জোনের সমন্বয়কারী মো: নাজিম উদ্দীন, খ জোনের সমন্বয়কারী মো: মিনহাজুল আবেদীন, আরো বক্তব্য রাখেন সুলতানপুর শাখার উপদেষ্টা মো: শাহ আলম কন্ট্রাক্টর, সাপলঙ্গা শাখার সভাপতি খোরশেদুল আলম চৌধুরী, জলিলনগর শাখার সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দীন, উত্তর হিংগলা ২নং শাখার সভাপতি আবু আহম্মদ, মো: ইউনুচ মিয়া, মো: পারভেজ, সুলতানপুর শাখার অর্থ সম্পাদক মো: জয়নাল আবেদীন শাখার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে আরো উপস্থিত ছিলেন শাহ আলম সওদাগর, গাজী আলমগীর, মো: শাহজাহান, নুরুল আলম সওদাগর, মোহাম্মদ আলী, আকতার হোসেন, মো: মনসুর, আসলাম শরীফ, হাজী জাফর, মো: সেলিম, আবু তাহের মুন্না, আব্দুল খালেক, মহরম আলী, মনিরুল আলম, মনসুর শরীফ, রবিউল, ইমরান হোসেন, শাহরিয়ার আলম সানী, কাজী জিল্লুর রহমান, মো: জাবেদ শরীফ, আবু জাবের, মো: রাশেদ, মো: ছরওয়ার সহ শাখার সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। ২য় অধিবেশনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা খ জোনের সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারীর সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব মো: ইউসুফ সিকদারকে সভাপতি ও মোঃসেলিম উদ্দিনকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । শেষে দেশ ও জতির কল্যান কামনা করে মোনাজাত ও তবরুক বিতরন করা হয় ।
