মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আন্তঃ প্রজন্ম সংলাপ

আমাদের কথা আমাদেরই বলার অধিকার আছে—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজের হলরুমে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক আন্তঃ প্রজন্ম সংলাপ।

জাবারাং কল্যাণ সমিতি ও ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আয়োজিত এই সংলাপে আলোচনা হয় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা নিয়ে, যা নিয়ে সমাজে এখনো অনেক প্রশ্ন, সংশয় ও চুপচাপ থাকা প্রচলন।

সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া এনসিটিএফ’র সাবেক সভাপতি জবা ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এখন সময়ের দাবি। কিশোর-কিশোরীদের নিজেদের শরীর ও অধিকার সম্পর্কে জানা সবচেয়ে জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, এনসিটিএফ প্রতিনিধি ও স্থানীয় যুব সমাজ।

সংলাপে প্রজন্মের ব্যবধান দূর করে শিশু, কিশোর, তরুণ এবং অভিভাবকদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। নিজেদের অভিজ্ঞতা, দ্বিধা, ভয় এবং আশার কথা ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা।

এই আয়োজন প্রমাণ করে, সচেতনতার আলো ছড়াতে হলে সমাজের প্রতিটি প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু বক্তৃতা নয়, চাই হৃদয় ছোঁয়া সংলাপ—যেমনটি হয়েছে আজকের এই আয়োজনে।