কক্সবাজারের টেকনাফ উপজেলার মোচনী রেজিস্টার্ড ক্যাম্পে বাকপ্রতিবন্ধী আলমগীর (১৮)কে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নুরুল আমিন ওরফে নুরুল আলম ডাকাত (১৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২০ জুন) রাতের বেলা র্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ১৬ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিকাশ মোড়ে আজিরনের দোকানের সামনে বাকপ্রতিবন্ধী আলমগীর অবস্থান করছিলেন। এ সময় আসামি নুরুল আমিন ও তার সহযোগীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকের বাঁ পাশে গুলি করেন। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আলমগীর। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা নম্বর-৪১, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত নুরুল আমিন একজন চিহ্নিত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী। তিনি তার গ্রুপের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্যাম্প এলাকায় মারাত্মক অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। তার বিরুদ্ধে এ ঘটনায় দায়ের করা মামলার পাশাপাশি টেকনাফ থানায় আরও একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি নুরুল আমিন ওরফে নুরুল আলম ডাকাত (১৯), নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।