মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাজু আকতার (২৭) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলি পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ জুন) হালিপাড়ায় সাজু আকতারের নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

সাজুর বাবা সুলতান আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সাজুর স্বামী নেজামের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। এ কলহের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।’ এ ঘটনার আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তবে নিহতের স্বামী নেজাম পাল্টা দাবি করে বলেন, ‘সাজু নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।’

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।