চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিম ও নিরাপত্তা শাখা কর্তৃক আবুধাবি থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও এর সিগারেট সংশ্লিষ্ট এক্সেসরিজ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (২২ জুন) সকাল ৬টায় আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350 এর যাত্রী মোহাম্মদ আইয়ুব বেল্ট থেকে তার ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস এর গ্রীন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় উপস্থিত বিমানবন্দর এনএসআই টিম গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে সরিয়ে এনে তার ব্যাগেজ তল্লাশীর চ্যালেঞ্জ জানায়। অত:পর তল্লাশীর মাধ্যমে সকাল ৭:১০ ঘটিকায় নিম্নোক্ত আইটেমসমূহ উদ্ধার ও যাত্রীকে আটক করা হয়।:-
_২০ টি ইলেকট্রিক সিগারেট,
_৪৯০ টি সিগারেট রিফিল লিকুইড,
_২৮০ টি সিগারেট কার্টিজ, এবং
_৩০ টি সিগারেট কয়েল।
যাত্রীর নামঃ মাওলানা মোহাম্মদ আইয়ুব, পাসপোর্ট নং:A11118293; সাতকানিয়া, চট্টগ্রাম।
আনুমানিক বাজারমূল্যঃ
ইলেকট্রিক সিগারেট = ৪০,০০০/- টাকা (প্রতিটি ২,০০০/- টাকা)।
সিগারেট রিফিল লিকুইড= ০৮,৩৩,০০০/- (প্রতিটি ১,৭০০/- টাকা)।
সিগারেট কার্টিজ = ১,৪০,০০০/- (প্রতিটি ৫০০/- টাকা)।
সিগারেট কয়েল = ৬০,০০০/- (প্রতিটি ৫০০/- টাকা)।
আনুমানিক রাজস্ব আয় = ৪০,০০০ + ০৮,৩৩,০০০ +১,৪০,০০০+ ৬০,০০০ = ১০,৭৩,০০০/- টাকা।
উল্লেখ্য, প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় আটককৃত মালামাল ডিএম করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।