মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পতেঙ্গায় অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় একটি নালা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতের আমপারা বার্মিজ মার্কেটসংলগ্ন একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।