শফিউল আলম, রাউজান ঃমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি ৯নং ওয়ার্ড শাখার শাখার উদ্যোগে, শাখার সদস্য মুহাম্মদ জানে আলম এর সার্বিক সহযোগিতায় তাহার বাস ভবনে গত ২১ জুন (শনিবার) বাদে এশা, পবিত্র শোহাদায়ে কারবালা ও বিশ্ব অলি শাহান শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর স্বরণে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলম পতি শাখার সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দীন, মুহাম্মদ রাকিবুল ইসলাম সজিব এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ক” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘গ’ জোনের সমন্বয়ক মুহাম্মদ আসললাম,দক্ষিণ হিংগলা কলম পতি শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, মুন্সির ঘাটা শাখার উপদেষ্টা মুহাম্মদ নাছির, মুহাম্মদ আনোয়ার সওদাগর, মুহাম্মদ এখতিয়ার, জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মরমি শিল্পী মুহাম্মদ শাহেদুল আলম।
