মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

টেকনাফে রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে অপহরণের পর সাত বছর বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকালে লেদা খালের পানিতে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর ব্লক-সি/০৫ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, শনিবার(২১ জুন) শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পরদিন অজ্ঞাত নম্বর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

রোববার (২২ জুন) সকালে খালে শিশুটির মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, মুক্তিপণ না পাওয়ায় শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

নিহত শিশুটির বাবা হামিদ হোসেন বলেন, “আমার কাছে ফোন দিয়ে ২০ লাখ টাকা চাওয়া হয়। আমি এত টাকা কোথা থেকে দেব? টাকা না দেওয়ায় আমার ছেলেকে মেরে ফেলেছে।”