শফিউল আলম, রাউজানঃ হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে হতদরিদ্র মৎস্যজীবিদের মাঝে বিকল্প আয়বর্ধক ছাগল সহ উপকরন বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ জুন) সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাউজান মোঃ আলমগীর হোসেন আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। এ সময় প্রকল্পের ঠিকাদার আসাদুল ইসলাম, সাব ঠিকাদার মোঃ সালাউদ্দিনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকল্প আয়বর্ধক উপকরণের মধ্যে ছিল প্রতিটি পরিবারে দুটি করে ছাগল, ছাগলের খোয়ার, খাদ্য ও ঔষধ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাউজান মোঃ আলমগীর হোসেন আজাদী বলেন, প্রকল্পের আওতায় রাউজান উপজেলার ৭৬ জন হতদরিদ্র মৎস্যজীবিকে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, হালদা প্রকল্পের আওতায় যে সকল দরিদ্র মৎস্যজীবির মাঝে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়েছে তাতে করে এই পরিবারগুলো ছাগল লালনপালন করে নিজেরা স্বাবলম্বী হওয়ার একটা পথ খুঁজে পেয়েছে। সঠিকভাবে তারা যদি এই সুযোগ কাজে লাগাতে পারে তাহলে তারা নিজেদের ভাগ্য বদলাতে পারবে। ঠিকাদার আসাদুল ইসলাম বলেন, বিতরণ করা ছাগলগুলো গাইবান্ধা জেলা থেকে ক্রয় করা হয়েছে। এগুলো খ্বুই উন্নতজাতের।উল্লেখ্য হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।