মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মিরসরাইয়ে ধ্বসে পড়া বেইলী ব্রিজ সংস্কার কাজ শুরু সওজের

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই পৌরসদরে সাথে ফটিকছড়ি উপজেলার নারায়নহাটের সংযোগ স্থাপনকারী সড়কে ধ্বসে পড়া লোহার বেইলী ব্রিজটি সংস্কারের জন্য কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

রবিবার (২২ জুন) গোভানিয়া খালের উপর ব্রিজের সংস্কার কাজ শুরু করেন সওজ কর্মীরা। ক্রেন দিয়ে ব্রিজের ধ্বসে যাওয়া অংশ তুলে দু’পাশে রেলিং সংযোজন এর মাধ্যমে রিপেয়ারিং কাজ রবিবার বিকেল পর্যন্ত চলমান থাকে। সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রুপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার (২৩ জুন) পর্যন্ত লাগতে পারে বলে সওজ সূত্রে জানা গেছে। দ্রুত সময়ে বেইলি ব্রিজের সংস্কার কাজ করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বেইলি ব্রিজ সংস্কার কার্যক্রমে দায়িত্বরত সড়ক ও জনপদ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, রবিবারের মধ্যে ব্রিজের সংস্কার কাজ শেষ করে চলাচল শুরু করার চেষ্টা করছি। তবে দুপার্শ্বের রেলিং স্থাপন, সরে যাওয়া অংশে মাটি ও কংক্রিট বসানো এবং সম্পূর্ণ রুপে টেকসই অবস্থান নিশ্চিত করতে সোমবার পর্যন্ত লাগতে পারে।

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূল থাকলে আমরা দ্রুততম সময়েই পুরো রিপেয়ারিং কাজ সম্পন্ন করে ফেলবো। ক্রেন নিয়ে আসতে একটু সময় লেগেছে না হলে আজকের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যেতো।