শফিউল আলম রাউজানঃ মাইজভান্ডারী গাউসয়িা হক কমিিট বাংলাদশে, রাউজান উপজলোর সমন্বয়কারীদরে উদ্যোগে কেন্দ্রীয় র্পষদের নির্দেশেনা অনুযায়ী আগামী ১১ জুুলাই সাংগঠনকি সংলাপ-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয় । গত ২১ জুন শনিবার বাদে আসর মাইজভান্ডারী গাউসয়িা হক কমিিট বাংলাদশে, কেন্দীয় পর্ষদের সম্মানতি সদস্য মাওলানা কাজী হাববিুল হোসাইন মাইজভান্ডারীর সভাপতৎিবে প্রস্তুতি সভায় বক্তব্য রাখনে কেন্দ্রীয় র্পষদ সদস্যগণ যথাক্রমে- মো: মনজুরুল ইসলাম চৌধুরী, মো: শফিউল আলম নিজাম, মাষ্টার মো: জােকর হোসনে, মো: ইউছুফ আলী, তাজ মোহাম্মদ মিয়া , রাউজান উপজলোর দায়ত্বিপ্রাপ্ত সাংগঠনকি সমন্বয়কারীগণ যথাক্রমে মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মো: মামুন মিয়া, সাদকিুজ্জামান শফি, মাষ্টার আিিস উল খান বাবর, মাষ্টার মোহাম্মদ আলী, মাষ্টার আবু তৈয়ব, কাজী আসলাম উদ্দীন, আবু আক্কাস মোহাম্মদ মানিক, মো: নাাজম উদ্দীন, মাওলানা মহিম উদ্দনি, মো: মিনহাজুল আবদেীন, টিটন বদ্যৈ প্রমূখ। সভায় সাংগঠনিক সংলাপ সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
