মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কুতুব‌দিয়ায় ব্যবসায়ী তা‌রেক হত্যার আসামি তুষার আটক

কক্সবাজা‌রের কুতুব‌দিয়া ধুরুং বাজা‌রের এল‌পি গ্যাস ব্যবসা‌য়ী তা‌রেক হত্যার অন্যতম আসামী আনিছুল ইসলাম তুষার‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

র‌বিবার (২২ জুন) ভোর রা‌তে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে চট্টগ্রাম প‌তেঙ্গা থানা এলাকা থে‌কে তা‌কে আটক করা হয় ব‌লে থানা সূত্র জানায়।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান, ধুরুংবাজা‌রের ব্যবসা‌য়ী তারেক হত্যা মামলার ২ নাম্বার এজাহার নামীয় অন্যতম আসামী উত্তর ধুরুং কুইল্যা পাড়ার নুরুল ইসলা‌মের ছে‌লে আ‌নিছুল ইসলাম তুষার প্রকাশ বাবু‌কে (২৩) মামলার তদন্তকর্মকর্তা এসআই জয়নাল সংগীয় ফোর্স নি‌য়ে র‌বিবার আটক ক‌রে।

গত বছর ৬ জুলাই ধুরুং বাজারে দোকান থে‌কে এল‌পি গ্যাস ব্যবসায়ীকে ছাত্রলী‌গের ক‌য়েকজন ইউ‌নিয়ন নেতা কৌশ‌লে ডে‌কে নি‌য়ে হত্যা ক‌রে লবণ মা‌ঠের পা‌শে ফে‌লে রা‌খে।