মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

উখিয়ায় বসতবাড়িতে ডাকাতি: গৃহকর্তা নিহত, ভাই গুলিবিদ্ধ, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম বাবুল নামে একজন নিহত হয়েছেন। এসময় নিহতের ভাই মো. হাসান ছুরিকাঘাতে আহত হন।

সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- উখিয়ার জালিয়াপালং নিদানিয়ার পূর্ব নুরার ডেইলের ইসহাক আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন মেম্বার।

তিনি জানান, রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার বাসিন্দা দুই ভাই নুরুল ইসলাম বাবুল ও মো. হাসানকে বসতঘরের সামনে সশস্ত্র অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নুরুল ইসলাম বাবুল গুলিবিদ্ধ এবং মো. হাসান ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয়রা খবর পেয়ে দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে নুরুল ইসলাম বাবুলের মৃত্যু হয়। আরেক ভাই মো. হাসান চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, জালিয়াপালং নিদানিয়াতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বাবুল নামে একজন নিহতের ঘটনা শুনে পুলিশ ও স্থানীয় মিলে গহীন পাহাড়সহ গ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তদন্ত করে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।