বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার লেমুছড়ি ইউনিয়নের কুরখং এলাকার একটি পাহাড়ি ঢালুতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফেরদৌস ও এএসআই মুজাহিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কুরখং পাকা রাস্তার দক্ষিণ পাশের পাহাড়ি ঢালে অভিযান পরিচালনা করে। সেখান থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত তিনটি দেশীয় তৈরি ‘গাধা বন্দুক’ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো আদালতে পাঠানো হবে।
ওসি মাসরুরুল হক বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। এ ছাড়া এসব অস্ত্র কারা ব্যবহার করত, তা শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।”