মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

টেকনাফে ১টি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার শফিউল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) এবং একই ইউনিয়নের দমদমিয়া এলাকার আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা (যার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা) এবং এক পাচারকারীর কোমর থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।