মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

চকরিয়ায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাট স্টেশন এলাকা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনু উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রানা হামিদ, বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজল কাদেরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র সংস্কারের এই ৩১ দফা দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি রূপরেখা। জনগণের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।