মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক অপহরণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ির গুইমারায় মোটরসাইকেল চালক আকিব হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন: সাচিং মারমা ও অংচিং মারমা।

জানা যায়, রায়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’

মামলার এজাহার থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। একপর্যায়ে তারা আকিব হোসেনকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করেন। ২০২০ সালে দাখিল হওয়া এ মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন আদালতে।