মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বদরখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার বদরখালী বাজারসংলগ্ন ‘আদমের দিঘী’ থেকে মোহাম্মদ লাদেন (শারীরিক প্রতিবন্ধী) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মোহাম্মদ লাদেন। তিনি চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা পাড়ার বাসিন্দা এজহারুল ইসলাম এবং মাতার নাম রাশেদা বেগমের সন্তান।

পুলিশ জানায়, নিহত লাদেন মাঝেমধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে কীভাবে তিনি দিঘীতে এলেন বা মৃত্যুর কারণ কী, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গুরুত্বসহ তদন্ত চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরও একই স্থান থেকে মানসিকভাবে প্রতিবন্ধী এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছিল।

প্রধান খবর

নির্বাচিত খবর