মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সিভাসু’তে পরীক্ষার নিয়মাবলী অবহিতকরণে দুই দিনব্যাপী কর্মশালা

শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নতুন প্রণীত পরীক্ষার নিয়মাবলী অবহিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বুধবার (২৫ জুন) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কর্মশালা।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ‘Navigating the new exam rules for undergraduate students: A workshop for faculty members and students’ শীর্ষক এই কর্মশালা আয়োজন করছে।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ২য় তলাস্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো: আহাদুজ্জামান।

বুধবার (২৫ জুন) প্রথমদিন কর্মশালার টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ এবং প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।