বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জারুলিয়া ছড়ি বিওপির ৪৬ ৪৭ পিলারের ৪০০ মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা সাবের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা নেয়া করতেন তিনি। সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালি উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধারনা করা হচ্ছে, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও সামরিক জান্তার চলমান সংঘর্ষের কারণে সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে আরাকান আর্মি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল বলেন, ‘মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।’
উল্লেখ্য, এর আগে গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।