মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কলম্বো টেস্ট: ২৪৭ রানে অলআউট বাংলাদেশ

কলম্বো টেস্টের প্রথম দিনেই ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। উইকেটে সেট হয়েও বড় স্কোর গড়তে পারেননি কেউই। দ্বিতীয় দিনে টাইগারদের ইনিংস টিকল আরও ৫১ বল। তাইজুল আহমেদের ব্যাটে যোগ হয়েছে আরও কিছু রান। তবে শেষ পর্যন্ত আড়াইশ’র আগেই গুটিয়ে গেল টাইগাররা।

বৃহস্পতিবার (২৬ জুন) কলম্বোর এসএসসি গ্রাউন্ডসে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৭৯.৩ ওভারে ২৪৭ রানে থেমেছে টাইগারদের ইনিংস। বল হাতে শ্রীলঙ্কার সফলতম বোলার এই টেস্টেই অভিষিক্ত সোনাল দিনুশা। ৯.৩ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট শিকার করেছেন দিনুশা। ৩ উইকেট শিকার করেছেন আসিতা ফার্নান্দোও।

আগের দিনে ৮ উইকেটে ২২০ রান তোলা বাংলাদেশ আজ দিনের তৃতীয় ওভারেই এবাদত হোসেনকে (৮) হারায়। মাত্র ৩ রান যোগ করেই আসিতার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। দলের রান তখন ২২৯।

দশম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত দিনুশার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। তার আগে ৬০ বলে ৫ চারে ৩৩ রান করেন এই বাঁহাতি।