মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৯শ’ ৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী। তিনি আরও জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১শ’ ৮৪ জন এবং কর্ণফুলী সরকারি কলেজ থেকে ৭শ’ ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।