মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে ‘পার্টনার’ এর আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজানঃ পোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাউজান এর আয়োজনে রাউজান উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির। উপ সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলেল সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন আজাদী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়িতা বসু, সমবায় অফিসার মিন্টু বড়ুয়া। বক্তব্য রাখেন, চিকদাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, এনজিও প্রতিনিধি সুমন কুমার ঘোষ, শরীফপাড়া আইপিএম ক্লাবের সভাপতি কৃষক আবদুস শুক্কুর। অনুষ্ঠানে কৃষি বিভাগের উপর একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।