শফিউল আলম, রাউজানঃ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসাবে হাটহাজারীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচি শুরু। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার উদ্যোগে গতকাল ২৬ জুন বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল মামুন সিকদার । হাটহাজারী মডেল সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার সাবেক সাধারন সম্পাদক রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর আশেক রাসুল রোকনের সঞ্চলনায় অনুষ্টিত বৃক্ষরোপন কর্মসুুচি অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা সমন্বয়ক এস এম কাইয়ুম,সাবেক সমন্বয়ক শফিউল আলম মানিক, শিক্ষক শাহিন আকতার, মোহাম্মদ হোসাইন, আবদুল আজিজ, নুরজাহান বেগম, নজরুল ইসলাম, ও মোশারফ হোসেন, তাজবিদ আহম্মদ ফয়সাল প্রমুখ । সাপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধনী অনুষ্টানে বিভিন্ন সামাজিক, শিক্ষা প্রতিষ্টান,ধর্মীয় প্রতিষ্টানে বিনামুলো বৃক্ষের চারা বিতরন করা হয় । ।
