চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিশ্ববিখ্যাত চিন্তানির্ভর প্ল্যাটফর্ম TEDxCUET।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ আয়োজনের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন নকিব। আরও উপস্থিত ছিলেন চিকিৎসা ও পুষ্টি বিশেষজ্ঞ মো. সজল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ইমাদুর রহমান, বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আদনান মান্নান এবং র্যানকন গ্রুপের সিইও তানভির শাহরিয়ার ইমন।
বক্তারা তাদের উদ্ভাবনী চিন্তা, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন। একইসাথে তারা নতুন প্রজন্মকে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং উদ্ভাবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
TED একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ‘আইডিয়াজ ওয়ার্থ স্প্রেডিং’ স্লোগানে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিন্তাশীল, উদ্ভাবনী ও প্রগতিশীল মানুষরা বক্তব্য রাখেন। এরই অংশ হিসেবে TEDx হলো TED-এর লাইসেন্সভিত্তিক একটি স্বাধীন ও স্থানীয় পর্যায়ে আয়োজিত ইভেন্ট, যা স্বতন্ত্রভাবে পরিচালিত হয়।
চুয়েটের ইতিহাসে এই প্রথম TEDx ইভেন্ট আয়োজিত হওয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবারের TEDxCUET এর লাইসেন্স হোল্ডার ও প্রধান আয়োজক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওবায়দুল্লাহ আফজল।
আয়োজনটি চুয়েট ক্যাম্পাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের জন্য আরও সৃজনশীল এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দেবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।