মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কাস্টমস কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন, বন্ধ রয়েছে বন্দরের পণ্য খালাস

জাহেদ কায়সার প্রিয় চট্টগ্রাম: কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। বিশেষ করে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি পণ্য জাহাজীকরণে বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
শনিবার সরেজমিনে চট্টগ্রাম কাস্টমস হাউস ও বন্দরে ঘুরে দেখা গেছে, প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় অফিসকক্ষগুলো প্রায় ফাঁকা ও তালা বদ্ধ অবস্থায় রয়েছে । ফলে আমদানি করা পণ্যের শুল্কায়ন , খালাস ও রপ্তানি পণ্যে জাহাজে ওঠানোর কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি পূর্বে শুল্কায়ন সম্পন্ন হওয়া চালানগুলোর খালাসেও জটিলতা দেখা দিয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং ও পরীক্ষণ বন্ধ থাকায় বন্দর এসব পণ্য ছাড় করা যাচ্ছে না।
এ বিষয়ে প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর গণমাধ্যমকে বলেন, ‘গত কয়েকদিন আমদানি পণ্য খালাস বন্ধ থাকলেও রপ্তানি কার্যক্রম চলমান ছিল। কিন্তু আজ থেকে রপ্তানি পণ্য শুল্কায়ন এবং জাহাজীকরণও বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।’
এদিকে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
এদিকে ২৮ জুন বিকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে ২৯ জুন সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ ও লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচী যথারীতি চলবে।