মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাউজানে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক নারীর মৃত্যু

শফিউল আলম, রাউজান ঃ রাউজানে ঘরোয়া পূজা আর্চনার জন্য ফুল আনতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুপর্ণা চৌধুরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার, ২৯ জুন ভোর সাড়ে ৬টায় ফুল সংগ্রহ শেষে বাড়ি ফিরতে সড়ক পার হওয়ার সময় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুপর্ণা চৌধুরী রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের জগৎ মোল্লাপাড়ার সুভাষ চৌধুরীর স্ত্রী। তিনি এক ছেলে এক মেয়ে সন্তানের জননী। তারমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে গত কয়েক সপ্তাহের মধ্যে একই স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দ্রুতগামী গাড়ির গতিরোধের ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক জয় ভট্টাচার্যসহ স্থানীয়রা। এদিকে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আমাদের কেউ জানায়নি।