চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলী এলাকায় ট্রান্সফরমার মেরামতের সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে আকবরশাহ থানার উত্তর কাট্টলীর কলাবাগান এলাকায় মহিমা মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তসলিম পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন।
জানা গেছে, বিস্ফোরিত ট্রান্সফরমার পরিবর্তনের পর বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিলেন দুই ইলেকট্রিশিয়ান। এ সময় তসলিম মাথা ঘুরে সিঁড়ি থেকে নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ওই শ্রমিক আমাদের কাজে সহযোগিতা করেন। রবিবার (২৯ জুন) উত্তর কাট্টলী এলাকায় একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সেটি পরিবর্তন করতে তিনি ওপরে ওঠেন। সেখানে কাজ করার সময় তিনি মাথা ঘুরে সিঁড়ি থেকে নিচে পড়ে মারা গেছেন। আমাদের কাছে মেডিকেল সার্টিফিকেট আছে।’