শফিউল আলম, রাউজান ঃ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান কড়িওয়ালা বটতল শাখার বাষিক কাউন্সিল অনুষ্টিত। গত ২৮ জুন (শনিবার) বাদে এশা শাখার কার্যালয়ে পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণে মিলাদ মাহফিল ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কড়িওয়ালা বটতল শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন, এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” খ” গ’ জোনের নবনির্বাচিত সমন্বয়কারীদের সম্মাননা স্বরক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান কড়িওয়ালা বটতল শাখার সভাপতি মুহাম্মদ তৌফিকুল আলম , সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আনোয়ার এর পরিচালনায় অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ সাদিকুজ্জামান শফি, মাষ্টার আনিস উল খান বাবর, মুহাম্মদ মামুন মিয়া, রাউজান খ” জোনের সমন্বকারী মোহাম্মদ আলী, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক ও রাউজান রশিদর পাড়া শাখার সিনিয়র সহ- সভাপতি মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী,উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বেদারুল ইসলাম, মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা শহিদুল ইসলাম,এডভোকেট আবদুল্লাহ আল মনজু, মুহাম্মদ সুমন, জিয়াউল হক রনি, প্রমুখ ।দ্বিতীয় অধিবেশনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন এর পরিচালনায় ও রাউজান উপজেলা ক” জোনের সমন্বয়ক মাষ্টার আনিস উল খান বাবর এর সভাপতিত্ব উপস্থিত সকলের সম্মতিক্রমে মুহাম্মদ জসীম উদ্দীন কে সভাপতি ও এডভোকেট আবদুল্লাহ আল মনজু কে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট একটি শাখা গঠন করা হয়, পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ব বাসীর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
